নিজস্ব প্রতিনিধি: নিশিগঞ্জ বাজার ও সংলগ্ল গ্রামগুলিতে কয়েকদিন ধরেই চলছিল লোডশেডিং। বিদ্যুত্ বণ্টন সংস্থাকে জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সকাল ১১ টা নাগাদ নিশিগঞ্জ বাজারে পথ অবরোধ করে স্থানীয়রা । ফলে মাথাভাঙ্গা-কোচবিহার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধকারীরা বলেন, এদিনও সকাল থেকে গোটা এলাকা বিদ্যুৎহীন ছিল। ফলে গরমে নাজেহাল হতে হয়েছে তাদের। এরপরই পথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। অবরোধের খবর পেয়ে এলাকায় আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন পুলিশ আধিকারিকরা। বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন