নিশিগঞ্জ: অবশেষে নিশিগঞ্জ2 নং এ পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হলো 13-10-2018 ইং শনিবার।নিরাপত্তার কোনো খামতি না থাকলেও 4 পঞ্চায়েত সদস্য বোর্ড গঠন অংশ গ্রহন করেননি।গত 24-08-2018 ইং বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও গন্ডগোলের জেরে ভেস্তে যায় বোর্ড গঠন।তার পর থেকেই আজকের বোর্ড গঠন নিয়ে চলে উত্তেজনা।4 জন পঞ্চায়েত সদস্য দলের মনোনীত প্রধান হরি কান্ত বসুনিয়া কে মেনে না নেওয়াতে এই গণ্ডগোল।7 জন পঞ্চায়েত সদস্য দীর্ঘ প্রায় দুই মাস একসঙ্গে থেকে দলকে মান্যতা দেওয়াতে খুশি তৃণমূল কংগ্রেস নেতা মোসলেম আলী মিয়া।তৃণমূল কংগ্রেস নিশিগঞ্জ 2 নং অঞ্চল সভাপতি নারায়ণ বর্মন বলেন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বা দলের সাথে যুক্ত নয় এমন কিছু নতুন মূখকে টিকিট দেওয়াতেই এই বিপত্তি।এরা দলের নিয়ম আদর্শের কথা না ভেবে নিজেদের স্বার্থ লাভের কথা ভেবেই দলের বিরোধিতা করে হাইকোর্ট এ যায় কিন্তু ওরা জানেনা তৃণমূল কর্মীদের হাইকোর্ট মমতা ব্যানার্জী।আমরা ভবিষ্যতে প্রার্থী বাছাই ক্ষেত্রে দলের অনুগত সৈনিকদের অগ্রাধিকার দিব।এদিকে যে চার পঞ্চায়েত সদস্য হাইকোর্ট এ গিয়েছিল পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তাদের প্রতিক্রিয়া মেলেনি।
একটি মন্তব্য পোস্ট করুন