নিশিগঞ্জ: নিশিগঞ্জে একাই সবকটি পূজো উদ্বোধন করলেন বিনয় কৃষ্ণ বর্মন। 16 টি সার্বজনীন পূজো উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন কে সঙ্গে নিয়ে।আজ মহা ষষ্ঠী তে দীপ্তি সংঘ, নেতাজি স্পোর্টিং, নিশিগঞ্জ ক্লাব, যুব সংঘ, মৈত্রী সংঘ, ব্যবসায়ী সমিতি,ন্যাশনাল ক্লাব ,শিক্ষকপল্লী মহিলা পূজো সহ নিশিগঞ্জের প্রায় সবকটি পূজো ঝড়ের গতিতে শুভ সূচনা করলেন।মন্ত্রীর সঙ্গে ছিলেন নিশিগঞ্জের দুই অঞ্চলের প্রধান নিরঞ্জন দাস ও হরিকান্ত বসুনিয়া , মোসলেম আলী মিয়া ,নারায়ণ বর্মন সহ প্রায় পঞ্চাশ জন সাথী।শুধু পূজো উদ্বোধনী করলেন না ক্লাব গুলোকে পূজো চাঁদও দিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন