নিশিগঞ্জ: নিশিগঞ্জের প্রতিটি পূজো মণ্ডপেই চললো সিঁদুর খেলা।পাড়ায় পাড়ায় বউদের দেখা গেল লালপার শাড়ি পরে পূজো মণ্ডপে হাজির হতে।সিঁদুর খেলার পর কিছু পূজো কমিটি সুদৃশ্য প্রসেসন বের করে।মদন মোহন বাড়িতে বসে দশমীর মেলা।সেখানে ক্লাব গুলো তাদের প্রতিমা নিয়ে গানের তালে মেতে ওঠে।দীপ্তি সংঘ তাদের প্রতিমা নিয়ে নিশিগঞ্জ বাজার পরিক্রমা করে ডিজের তালে এক সুন্দর প্রসেসন বের করে।হাজার হাজার মানুষের সমাগম হলেও কোনো অপ্রতিকর ঘটনা ছাড়াই কাটলো প্রতিমা নিরঞ্জন।
একটি মন্তব্য পোস্ট করুন