নিশিগঞ্জ, ৩ মার্চঃ বিনা অনুমতিতে বাইক মিছিল করার অভিযোগে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। রবিবার ছিল বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’। সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে বাইক মিছিল বের হয়। পুণ্ডিবাড়ি-ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়ক সহ মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন জায়গায় এই মিছিল বের হয়। কিন্তু অনুমতি না থাকায় বাইক মিছিল আটকে দেয় পুলিশ। এখনও পর্যন্ত ১১ জনকে আটক করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মিছিল আটকানোর পর পুলিশ মিছিলে ব্যবহৃত বাইকগুলি সরিয়ে নিয়ে যায়। বিজেপির তরফে পুলিশের এই কাজের সমালোচনা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন