এবিপি আনন্দে নিয়েলশনের জনমত সমীক্ষায় বিজেপি তিন নম্বরে কোচবিহারে
জেতার সম্ভাবনা তো দূরের কথা কোচবিহার কেন্দ্রে তৃতীয় স্থানে থাকতে হবে বিজেপিকে। আজ সন্ধ্যায় এবিপি আনন্দে নিয়েলশনের জনমত সমীক্ষায় সম্ভাব্য ফলাফলে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে দেখানো হয়েছে ৩৪ শতাংশ ভোট পেয়ে কোচবিহার আসনে জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারীর। আর বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আর কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরীর ৫ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে কোচবিহারে বিজেপি এই আসন জেতার লক্ষ্যে নির্বাচনের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে। প্রার্থী নিয়ে কিছু সমস্যা দেখা দিলেও কিছু দিনের মধ্যে সেই সমস্যা মিটিয়ে ব্যাপক ভাবে প্রচারে নেমে গিয়েছে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোচবিহারে প্রচার করতে এসে এই আসনে জয়ী হবেন বলে দাবি করেন। কিন্তু এদিন নিয়েলশনের এই জনমত সমীক্ষায় কি কোচবিহারে বিজেপি শিবিরের মনবল ভেঙে পড়বে?
একটি মন্তব্য পোস্ট করুন