গ্রামে গিয়ে খুলি বৈঠক করলেন সুব্রত বক্সী
নিশিগঞ্জ:তৃণমূল স্তরে গিয়ে প্রচার করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল সভাপতি সুব্রত বক্সী।আজ নিশিগঞ্জে চকিয়ারছাড়া গ্রামে খুলি বৈঠক করলেন তিনি।তিনি বলেন দেশে যখন যখন কেলেঙ্কারি হয়েছে তখন সেই সরকার পরে গেছে।2 জি থেকে বফোর্স কেলেঙ্কারির উদাহরণ দিয়ে বলেন এবার রাফেল কেলেঙ্কারির ফলে কেন্দ্রে বিজেপি সরকার পড়বে।বৈঠকে উপস্থিত ছিলেন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ও বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও স্থানীয় নেতৃত্ব বর্গ।খুলি বৈঠক হলেও প্রায়2 হাজার কর্মী সমর্থক হাজির ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন