নিশিগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল
নিশিগঞ্জ:নিশিগঞ্জে বিজেপির প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলালেন কয়েকশো কর্মী সমর্থক।মিছিলের সামনে ছিলেন 7 নং মন্ডল সভাপতি অরূপ বিশ্বাস।লোকসংখ্যা অনেক হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবিকরেন বাইরে থেকে লোক নিয়ে এসে মিছিল করলেও নিশিগঞ্জে ভোটবাক্সে তার কোনো প্রভাব পড়বে না।
একটি মন্তব্য পোস্ট করুন