প্রচারের ফাঁকে নিশিগঞ্জ মদনমোহনবাড়ীতে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ
নিশিগঞ্জ: বনমন্ত্রী প্রতিবার নিশিগঞ্জ মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠানে আসেন।এবারও এলেন প্রসাদ খেলেন।বনিমন্ত্রী বলেন ভোট আসবে যাবে কিন্তু এই নামযজ্ঞ অনুষ্ঠানে আগেও এসেছি পরেও আসবো এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।তিনি আজ সকালে জনৈক স্বপন ধরের বাড়িতে দলীয় পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি সদস্য ও নেতৃতদের নিয়ে এক বিশেষ সভা করেন।সেই সভায় সকলে একসঙ্গে কাজ করে দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে নিশিগঞ্জ থেকে বিপুল ভোটে জেতানোর অঙ্গীকার করেন।সভায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোজাফ্ফর রহমান বলেন আমাদের তৃণমূল পরিবার এক বিরাট পরিবার তাই এক ভাই এর সাথে আর এক ভাইয়ের মতের মিল নাও থাকতে পারে কিন্তু আমাদের নেত্রী একজন মমতা ব্যানার্জি তিনি সব কেন্দ্রের প্রার্থী তাকে দেখেই আমরা সকলে মিলে সব বিবাদ ভুলে একসঙ্গে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বো।
একটি মন্তব্য পোস্ট করুন