করোনা সংক্রমণ এড়াতে ভারতজুড়ে চলছে লকডাউন। সবার জীবনই এখন কার্যত ঘরবন্দি। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। তারাও নিজের বাড়িতেই দিনযাপন করছেন। সুপারস্টার সালমান খান রয়েছেন তার পানভেলের ফার্মহাউসে। সেখানে তার সঙ্গে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজও। দু’জনে মিলে এবার ফার্মহাউজেই সেরে ফেললেন একটি গানের শুটিং।
একটি মন্তব্য পোস্ট করুন