চলছে করোনা মোকাবিলার কাজ। এমতাবস্থায় মাথাভাঙ্গা-2 ব্লক প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে চলছেন। ইতিমধ্যেই এই ব্লকে বেশ কয়েকটি অঞ্চলে কুরেয়েন্টাইন সেন্টার হয়েছে। খবর অনুযায়ী চলতি সপ্তাহে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক আসবেন, সুতরাং আগাম প্রস্তুতির জন্য নিশিগঞ্জে কয়েকটি সেন্টার তৈরি রাখা হচ্ছে। সেন্টার গুলি হলো কোদালক্ষেতি হরচন্দ্র হাই স্কুল, নিশিগঞ্জ কলেজ ও নিশিগঞ্জ হাই স্কুল।
এইসব সেন্টারে সবমিলিয়ে ১০০ টিরও বেশি শয্যার ব্যবস্থা করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন