গাছের চারা বিতরণ ও গারবেজ ক্লিনিং করে সংস্থার জন্মদিন পালন করলো গোগ্রিন ।
গোগ্রিন অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজ নিশিগঞ্জ এলাকার বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিলি করা হলো।তারা ইতিমধ্যেই নিশিগঞ্জ এলাকায় স্কুল,কলেজ থেকে শুরু করে জাতীয় সড়কের ধারে প্রচুর গাছ লাগিয়ে সবার নজর কেড়েছে।আজ সংস্থার ফাউন্ডেশন এর দিনেও প্রচুর চারা গাছ বিতরণ করা হলো।
গাছের চারা বিলি ছাড়াও আজ বাজার এলাকায় আবর্জনা পরিষ্কারে হাত লাগায় সদস্যরা।
একটি মন্তব্য পোস্ট করুন