
বাঁদিকে আক্রান্ত ও ডানদিকে অভিযুক্ত
কংগ্রেসের অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিককে যে ব্যক্তি মারধর করেছে, তিনি বিজেপির কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওই বিজেপি কর্মীর নাম রাজেশ ভর্মা। পরিযায়ী শ্রমিককে মারধরের পাশাপাশি গুজরাটে আটকে পড়া ছত্তিশগড়ের শ্রমিকের কাছ থেকে ১ লাখেরও বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপি অস্বীকার করলেও সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি নিজেকে বিজেপি নেতা বলেই পরিচয় দিয়েছেন। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর একাধিক ছবিও রয়েছে।
অভিযোগ, বাসুদেব বর্মা নামে এক ব্যক্তি বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে গেলে রাজেশ ভর্মার অনুগামীরা ওই ব্যক্তির থেকে অতিরিক্ত টাকা চায়। সেই শ্রমিক তা দেননি। বরং এহেন দাবির প্রতিবাদ করেন। আর এরপরই রড দিয়ে তাঁকে মারধর করা হয়। এমনকী পাথর ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ ওঠে। সুরাটের গেরুয়া শিবিরের প্রধান অবশ্য অভিযুক্ত রাজেশ বর্মাকে বিজেপি কর্মী হিসেবে অস্বীকার করেছেন। অভিযুক্ত রাজেশ বর্মার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন