আজকের এই কর্মসূচিতে উপিস্থিত ছিলেন নিশিগঞ্জ তৃণমূল কোরকমিটির যুগ্ম কোনভেনর সাবলু বর্মন ও মোসলেম আলী মিয়া, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অতনু সাহা, নিরঞ্জন দাস,ঘোষাল বর্মন, আমারচাঁদ মিস্ত্রী প্রমুখ।।
নিশিগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে
নিশিগঞ্জ এক নং গ্রামপঞ্চায়েত এর খোকোবাড়ি বুথ এ বিগত পঞ্চায়েত নির্বাচনে এক মাত্র বিজেপির পঞ্চায়েত নির্বাচিত হয় এই বুথে।লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে যখন সবকটি আসন বিজেপি এর হাতে চলে যায় তখন কিছুদিনের জন্য তৃণমূলের সংগঠনে ভাটা পরে কিন্তু এই লাকডাউন এর মধ্যেও বিজেপিতে মোহভঙ্গ হয়ে বিভিন্ন গ্রাম থাকে বিজেপি থেকে আবার তৃণমূলে আসার হিড়িক পড়েছে।গতকাল যেমন নিশিগঞ্জ এর ভোগমারা গ্রামে কিছু পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে আজ ঠিক একই ধারায় খোকোবাড়ী গ্রামে প্রায় পঞ্চাশ জন যুবক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।তারা বলেন" বিজেপি শুধু ধর্মের কথা বলে কিন্তু মানুষকে কাজ দিতে ব্যর্থ।গ্রামের বিজেপি পঞ্চায়েত তাদের কাজ না দিতে বেছে বেছে নিজের পরিবারের লোকদের কাজ দিচ্ছিল।এই বর্তমান সময়ে মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেমে কোরোনা এর বিরুধ্যেলড়াই করছে তখন বিজেপি সরকারের বিরুধ্যে লরাইতেই বাস্ত।এই কারণেই আমরা আজ গ্রামের পঞ্চাশ জন যুবক তরুণামূলে যোগ দিলাম এবং আগামী দিনে আরো মানুষকে তৃণমূলের পতাকায় ফিরিয়ে আনবো"
একটি মন্তব্য পোস্ট করুন