প্রতি, প্রিয়া তোর্ষা
👉লেখক: মহ: রসিদুল হক
বহুদিন ভাসিনি, ডুবিনি ।
হয়নি ছোঁয়া তোমার
বর্ষা ভরা রূপ, বসন্ত বেলার
শাদ্বলভূমের পরশ।
উচ্ছ্বলিত তরঙ্গ, কুলুকুলু ধ্বনি
এখনও অন্তরে ওঠে রণরণি।
শৈশব-যৌবন-প্রাণ
বিকশিত আজি---
কত বর্ণিবো অযাচিত ঋণ।
কাঠ কুড়ানো বর্ষা বান
গোরু চড়ানোর কাশবন
ক্রিকেট মাঠের সেই ছোটাছুটি
নিত্য তোমার বিরহ, মোহে,
মনের অলিগলি
ক্ষণে ক্ষণে ওঠে ফুটি।
ঘোঁছেনি এ দেহ মনের মিতালি
আজও আছো তেমনই রঙিন।
আর---
ভাতুড়ে আমি
বিদূর বিভূঁইয়ে কাটে দিন।
তাই---
স্বপ্নেই ভাসি, ডুবি, দেই সাঁতার ।
একটি মন্তব্য পোস্ট করুন