নিশিগঞ্জ ১ নং অঞ্চলের ১৯৩ নং বুথের ৩০ পরিবারের ১০০জন বিজেপির সমর্থক মমতা ব্যানারজীর উন্নয়নের কান্ডারী হয়ে তৃনমুল কংগ্রেসে নিশিগঞ্জ ১ নং ও ২ নং অঞ্চলে কোর কমিটির যুগ্ম কনভেনার, মাননীয় মোসলেম আলী মিএঙা, অধ্যাপক সাবলু বর্মন, অতনু সাহা, ১নং অঞ্চল প্রধান নিরঞ্জন দাস, আরো অনেকের উপস্থিতিতে তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন।
একটি মন্তব্য পোস্ট করুন