লেখক 👉:-সহকারি শিক্ষিকা নবনীতা রায়, গুড়িয়াহাটি গার্লস হাই স্কুল কোচবিহার।।
তবু ভালোবাসা তোমায় ভালোবাসি, তোমার চোখের কথা, মনের ব্যথা আমায় ডাকে বারে বারে, তোমার দ্বারে।
তোমার হাসি প্রাণে বাজায় বাঁশি মধুর সুরে যেন দোলের রঙে রাঙ্গি নীল আকাশে মুক্তধারা বাঁধন ছাড়া ভাবনাগুলো নিয়ে আমি আছি ।
ভালোবাসা আমি তোমায় ভালোবাসি।।
একটি মন্তব্য পোস্ট করুন