👉লেখক:-মৌসুমী গোস্বামী (সরকার )
ছন্নহারা ছন্নছাড়া গন্ডি ছেড়ে
অজ্ঞাতে জড়িয়েছি শৃঙ্খলতার বাঁধনে,
ভালোকরে লক্ষ করে দেখি, জমা ভিড়ের মাঝে
ভেসে চলেছে অন্তরের শৃঙ্খলতার স্তব্ধতা l
ভিড় -হট্টগোল ভালো লাগেনা স্তব্ধতা ভালোবাসি,
কিন্তু তাই বলে আমার ভারতবর্ষে -গোটা বিশ্বে
করোনার বিষাক্ত নিঃশ্বাস এ
মানুষের এই অসহায়তা -স্তব্ধ দশা -এটা চাইনি !
বাইরে গেলে নিজের ও দশের প্রাণ সংশয়,
আর ঘরে রোজগার হীনতায় ক্ষুব্ধ বিষাদ হৃদয় l
তবুও তাকিয়ে সুদূর পথে, কি জানি কি হবে?
সময় আরও লাগবে কত হারাতে করোনাকে l
মনেহয় আধুনিকতার পোশাকে
উন্নতির উচ্চ গর্ব শিখরে পৌঁছে
অসহায় কত তবু প্রকৃতির কাছে l
সব হারিয়ে আজ যারা সর্বহারা
ফিরুক তারাও স্রোতে নতুন আশায় বুক বেঁধে ll
একটি মন্তব্য পোস্ট করুন