বিজেপি থেকে তৃণমূলে
নিশিগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের কানিবিল বুথে 15 টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এ যোগদান করলো।মমতা ব্যানার্জীর উন্নয়ন ও জনমুখী কাজের জন্যই তারা তৃণমূলে যোগদান করলেন বলে জানান।অঞ্চল প্রধান হরিকান্ত বসুনিয়া বলেন মানুষ আস্তে আস্তে ভুল বুঝতে পারছে।মানুষ আজ বুঝতে পারছে জাত নয় ভাত চাই আগে তাই তৃণমূলে প্রতিদিন লোক আসছে।তিনি আরো বলেন অনেকেই যোগাজক করছেন আগামী দিনে বিজেপি থেকে আরো কিছু পরিবার তৃণমূলে আসবে।
একটি মন্তব্য পোস্ট করুন