সদস্য- ডুয়ার্স ফরেস্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোচবিহার
অখন্ড ভারতবর্ষ, আজ খণ্ড-বিখণ্ডিত ।
সন্ত্রাসের বারুদে, মানব জীবন ভূলুণ্ঠিত।।
মারামারি -কাটাকাটি জাতিতে জাতিতে ভেদাভেদ। সবাই মিলে উচ্চারিব, মাতৃনামের বেদ। মোরা এজননীর সন্তান ।
ভাঙ্গাব দেওয়াল -ভুলবো হানাহানি-.
সেথা রহিবে না নাকো ছোঁয়া -ছুঁয়ি উচ্চ-নিচের ভেদ ।
সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান।।
বিশ্ব হবে মহাভারত নৃত্য, প্রেমের -বৃন্দাবন।
শুভ কর্ম পথে, ধর নির্ভয়ের গান
সব বাঁধা -সব দুর্বল সংশয়ের হউক অবসান।।
একটি মন্তব্য পোস্ট করুন