মা-বাবাকে হত্যা করা তালিবান জঙ্গিদের বিরুধ্যে রুখে দাড়িতে'বীর'এর মর্যাদা কুরলেন আফগানিস্তানের কিশোরী।
আফগানিস্তান এর ঘোর প্রদেশের এই ঘটনা।আফগানিস্তান এর পশ্চিমাঞ্চলে অন্যতম অনুন্নত প্রদেশ ঘোর।গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
তারা জানান জঙ্গি হামলার সময় ওই কিশোরী তাদের পরিবারের একে-47 রাইফেল টি তুলে নেন, গুলি করে দুই জঙ্গিকে হত্যা ও আরো কয়েকজনকে আহত করেন।পরবর্তীতে জঙ্গিরা গ্রিওয়া গ্রামের ওই বাড়িতে হামলা চালানোর জন্য হাজির হন কিন্তু গ্রামবাসী ও সরকার পন্থী মিলিশিয়াদের প্রতিরোধের মুখে জঙ্গিরা পিছু হটে।ওই কিশোরীর বাবা সরকার সমর্থক হওয়ায় তালিবান জঙ্গিরা ওই বাড়িতে হামলা চালিয়েছিল।একে-47 ব্যবহারকারী ওই কিশোরীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানায় বিবিসি।
কর্মকর্তারা জানান, ওই কিশোরী ও তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।কিশোরীর বয়েস 14 থেকে 16 বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের।
স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এখানে নারীদের বিরুধ্যে সহিংসতার ঘটনা অনেক বেশি।
একটি মন্তব্য পোস্ট করুন