সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে চীনা এপ্লিকেশন এর বিকল্প তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার।মমতা ব্যানার্জী এই এপ্লিকেশন এর আনুষ্ঠানিক সূচনা করেন।কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে56 টি চীনা এপ্লিকেশন নিষিদ্ধ ঘোষণা করেছে।কিন্তু ভারতকে আত্মনির্ভর করতে গেলে যে ভারতীয়দের এগিয়ে আসতে হবে তাই বাংলার তথ্য প্রযুক্তি বিভাক এই কাজটি করে দেখালেন।তারা আরো দাবি করেন ভবিষ্যতে আরো দেশীয় এপ্লিকেশন তৈরি করবেন ।
এই এপ্লিকেশন টির গুণমান অনেক উন্নত বলে দাবি করেন তারা।এতে ব্যবহারকারীর সমস্ত গোপনীয়তা রক্ষা পাবে।
চীনা এপ্লিকেশন ক্যাম স্ক্যানারের ব্যবহার কমবেশি সবাই করে তারই বিকল্প এপ্লিকেশন বানালেন বাংলা তার নাম রাখা হয়েছে সেল্ফ স্ক্যান।
একটি মন্তব্য পোস্ট করুন