করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও , প্রয়াত হলো কুচবিহার জেলার প্রাক্তন যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মন
প্রয়াত হলেন কুচবিহার জেলার প্রাক্তন যুব সভাপতি শ্রী বিষ্ণুব্রত বর্মন। কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। বুকে ব্যাথা অনুভব নিয়ে কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন কোচবিহারের এক হাসপাতালে। করোনা উপসর্গ থাকায় তার টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। দ্বিতীয় টেস্ট রিপোর্টে তার নেগেটিভ রেজাল্ট আসে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে শিলিগুড়ি নেওটিয়া তে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয়
সূত্রের খবর মঙ্গলবার তাকে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকৎসাও শুরু হয়। বুধবার সকালেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষ্ণুব্রত বর্মনের মৃত্যুতে শোকস্তব্ধ দলের কর্মীরা।
গোটা জেলায় যুব কর্মীরা হতবাক তার অকাল প্রয়ানে। প্রসঙ্গত , বিষ্ণুব্রত বর্মন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন তাই দীর্ঘদিন থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলী তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে খবর নিয়েছেন বিষ্ণুব্রতর স্ত্রীর সাথেও কথা বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন