আমি চুলকে লালন পালন করি এটি শুকনো ও পরিষ্কার রাখার জন্য কাপড় জড়িয়ে রেখে দেই
![]() |
Photo Credit Yahoo.news |
লকডাউন এর কারণে বিশ্বজুড়ে অনেক পুরুষ মানুষই চুল কাটতে না পারার সমস্যায় ভুগছেন ।বাড়ির লোকের সাহায্য নিয়ে কিছু মানুষ চুল কাটতে পারলো অনেকেই স্বাভাবিকের চেয়ে বড় চুল রাখতে বাধ্য হচ্ছে। এই সময় প্রকাশ্যে এসেছে ভিয়েতনামের ন্যুগেইন ভ্যান চিয়েনের নাম। দক্ষিণ মেরু অঞ্চলের বাসিন্দা 92 বছর বয়সে তার মাথায় 5 মিটার লম্বা চুল। তিনি বিশ্বাস করেন চুলে রয়েছে প্রাণ তাই চুল কেটে ফেললে তার মৃত্যু হবে। তাই তিনি কোনদিন মাথায় চিরুনি দেননি। তিনি সংবাদসংস্থাকে জানিয়েছেন আমি চুলকে লালন পালন করি এটি শুকনো ও পরিষ্কার রাখার জন্য কাপড় জড়িয়ে রেখে দেই। স্কুলে পড়ার সময় তৃতীয় শ্রেণীর পর আর চুল কাটা হয়নি বলে জানিয়েছেন সেই ব্যক্তি ,ছোট থেকেই চুল শক্ত ছিল সহজে চিরুনি ব্যবহার করা যেত না। আস্তে আস্তে আরো শক্ত হয়ে ওঠে। এখন আমার অঙ্গ হয়ে উঠেছে চুল।
একটি মন্তব্য পোস্ট করুন